ভর্তির নিয়ম

প্রাতিষ্ঠানিক নীতিমালা

(শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য)

শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে প্রদেয় ফর্মটি স্বাক্ষরের মাধ্যমে শিক্ষার্থী অঙ্গীকার করছে যে, এখানে প্রদত্ত সকল নীতিমালা আপনি মেনে নিতে সম্মত
হয়েছেন এবং এই নীতিমালা অমান্য করলে বা অনুসরনে ব্যর্থ হলে শিক্ষার্থীর ভর্তি আবেদন নাকচ হবার পাশাপাশি তিনি ইন্সটিটিউট কতৃক বহিষ্কৃত হবেন এবং 
তার প্রদেয় ভর্তি ফী ও কোর্স ফী বাতিল করা হবে।

ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত নিয়মাবলীঃ

০১। ভর্তির সময় শিক্ষার্থীদের অবশ্যই নীচের আবশ্যিক তথ্যাদি জমা দিতে হবেঃ-

  • পাসপোর্ট সাইজ ছবি (২কপি)
  • জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদ (যে কোন ১টির ফটোকপি)
  • শিক্ষা সনদ (এস,এস,সি/এইচ,এস, সি)/ মার্কসিট এর ফটোকপি ১টি।

০২।কোর্স ফী এর টাকা বাধ্যতামূলক, যা অফেরতযোগ্য।

বেতন ও বিলম্ব ফী সংক্রান্ত নিয়মাবলীঃ

০১। ভর্তির সময় যে তারিখ নির্ধারিত হয় সে তারিখের মধ্যে আপনার পাওনাদি পরিশোধ করতে হবে।

০২নির্ধারিত তারিখে কিস্তি পরিশোধ করতে ব্যার্থ হলে, তবে উক্ত কিস্তির উপর অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে যা নিম্নরুপঃ-

  • উক্ত কিস্তির উপর ১০% হারে বিলম্ব/লেট ফি সংযুক্ত হবে।
  • কর্তৃপক্ষ কর্তৃক পরবর্তী নির্ধারিত তারিখে কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হলে ১৫% হারে বিলম্ব/ লেট ফী সংযুক্ত হবে অথবা প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী স্বয়ংক্রিয় ভাবে ভর্তি বাতিল হবে ।

৩। প্রদেয় কোর্স ফী কোন ভাবেই ফেরতযোগ্য নয় । তবে কোন কারন বশত প্রতিষ্ঠান যদি শিক্ষার্থীর ভর্তির তিন মাসের মধ্যে ক্লাস শুরু না করতে পারে,তাহলে শিক্ষার্থী তার পরিশোধিত কোর্স ফী সম্পূর্ণ রূপে ফেরত নিতে পারবেন এবং ভর্তি বাতিল করতে পারবেন ।

৪। কোন শিক্ষার্থী তার ভর্তি বাতিল করতে চাইলে নিয়ম অনুযায়ী সে কোন অর্থ ফেরত পাবে না, তবে নির্ধারিত ফীর বিনিময়ে চাইলে শিক্ষার্থী কোর্স
পরিবর্তন করতে পারবেন ।

একাডেমিক নিয়মাবলীঃ

১। ভর্তি ফর্মে শিক্ষার্থীদের ব্যবহৃত সংযোগের সঠিক নাম্বার ও অভিভাবকদের ব্যবহৃত নাম্বার সঠিক ভাবে দিতে হবে, তারই সাথে বর্তমান ও স্থায়ী ঠিকানার সঠিক ও সত্য বিবরন লিপিবদ্ধ করতে হবে। যদি কারো দেয়া তথ্যাদি ভুল অথবা অসত্য প্রমানিত হয় তবে তার ভর্তি তাৎক্ষনিক ভাবে বাতিল বলে গন্য হবে।

২। প্রত্যেক শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতির হার ৯০%—৯৫% শতাংশ হতে হবে ।

৩। শিক্ষার্থীদের প্রতি ক্লাসে নিজ—নিজ খাতা ও কলম আনা বাধ্যতামূলক ।

৪। কোর্স চলাকালীন শিক্ষক ও কর্তৃপক্ষ এর সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট কিছু ক্লাসের ভিডিও প্রদান করা হবে ।

৫। প্রতি ক্লাসে নির্ধারিত অ্যাসাইনমেন্ট প্রদান করা হবে যা করা শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক । যদি কোন শিক্ষার্থী পরপর কয়েকবার অ্যাসাইনমেন্ট দিতে
ব্যর্থ হয় তবে তার ক্লাস সাসপেন্ড হয়ে যাবে ।

৬। প্রয়োজন সাপেক্ষে অথবা নির্দিষ্ট কোন কারণে ক্লাস টিচার পরিবর্তন হতে পারে, এ বিষয়ে কোন শিক্ষার্থীর আপত্তি গ্রহণযোগ্য নয় ।

ব্যাক—আপ ক্লাসের নিয়মাবলীঃ

১। আপনি সর্বোচ্চ ৪টি ক্লাসের ব্যাক—আপ পাবেন ।

২। প্রোজেক্ট ক্লাস মিস করলে পরবর্তীতে অন্য ব্যাচের সাথে ক্লাসটি করতে হবে । তাই বিশেষ কোন সমস্যা ছাড়া প্রোজেক্ট ক্লাস মিস করবেন না ।

৩। ক্লাসে অনুপস্থিত থাকলে কোয়ালিটি ম্যানেজমেন্ট টিমকে অবহিত করুন যেন পরবর্তীতে ক্লাসের সাপোর্ট পাওয়া সহজতর হয় ।

৪। ব্যাক—আপক্লাসের জন্য নির্দিষ্ট সময় সূচির মধ্যে টোকেন গ্রহন করতে হবে এবং কোয়ালিটি ম্যানেজমেন্ট টিম প্রদত্ত ক্লাস সিডিউল ফলো করতে হবে ।

৫। নির্ধারিত টোকেন এর বিবরন অনুযায়ী ব্যাক—আপ ক্লাসে অংশ গ্রহন করুন, তবে ক্লাসে প্রবেশের পূর্বে অবশ্যই ব্যাক—আপ রেজিস্ট্রারে স্বাক্ষর করুন ।

৬। যদি আপনি একক সময়—সূচী গ্রহন করার পর কোন কারন বশত প্রদেয় সময়—সূচী বাতিল করতে চান তাহলে অবশ্যই কোয়ালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে আগে জানাতে হবে ।

কোর্স স্থগিতকরন নিয়মাবলীঃ

১। কোর্স স্থগিতের প্রথম শর্ত হচ্ছে কোর্সের সম্পূর্ণ ফি পরিশোধ করে আবেদন করতে হবে ।

২। কোন দূর্ঘটনা বশত যদি আপনি কোর্সটি করতে সক্ষম না হন তবে C.E.O ক্লাউড ইনস্টিটিউট বরাবর আবেদন করতে হবে । আবেদনপত্রে ব্যাচ ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে ।

৩। আপনার স্থগিত আবেদনপত্র গ্রহনের পর প্রদানকৃত সময়সীমা সর্বোচ্চ ৪ মাস ।

৪। কোর্সের মাঝে স্থগিত করনের পর পুনরায় ক্লাস শুরু করতে ব্যাচ পরিবর্তন ফি ২০০০/— (দুই হাজার) টাকা পরিশোধযোগ্য ।

৫। যদি আপনার প্রয়োজনীয় রিভিউ ক্লাসের সংখ্যা ৩টির বেশি হয় তবে প্রতি ক্লাসের জন্য কোর্স ফি এর ৫০% হারে প্রদান করতে হবে ।

৬। স্থগিত আবেদনপত্র ব্যাতীত ক্লাস স্থগিত করলে ভর্তি বাতিল বলে গন্য করা হবে ।

ব্যাচ পরিবর্তনের নিয়মাবলীঃ

১। কোর্সচলাকালীন সময়ে ব্যাচ পরিবর্তন করতে চাইলে অন্য যেই ব্যাচে সিট ফাকা থাকবে সেই অনুযায়ী ব্যাচ পরিবর্তন করতে হবে ।

২। ব্যাচ পরিবর্তন করতে চাইলে ২০০০/— (দুই হাজার) টাকা ফি প্রদান করতে হবে ।

৩। একজন ছাত্র/ছাত্রী সর্বোচ্চ ১ বার ব্যাচ পরিবর্তন করতে পারবে ।

কোর্স বাতিলের নিয়মাবলীঃ

১। বিনা অনুমতিতে ৪ টির বেশি ক্লাসে পর পর অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল বলে গন্য করা হবে ।

২। কোন শিক্ষার্থী নির্ধারিত তারিখে, পর পর ৩ বার তার পাওনা ফি পরিশোধে ব্যর্থ হয় তবে তার ভর্তি বাতিল বলে বিবেচিত হবে ।

৩। অসদাচরন ও শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে অংশগ্রহণ করলে ভর্তি বাতিল বলে গন্য হবে ।

লাইফ টাইম সাপোর্ট পাবার নিয়মাবলীঃ

১। আপনাকে সম্পূর্ণ কোর্স ফী পরিশোধ করতে হবে ।

২। আপনার গৃহীত কোর্সটি সফলভাবে সম্পন্ন করতে হবে ।

৩। শৃঙ্খলা বিরোধী কোন কার্যকলাপে জড়িত থাকলে আপনি এই সুবিধাটি পাবেন না ।

৪। স্থগিত/ভর্তি বাতিল শিক্ষার্থীরা এই সেবাটির অন্তর্ভুক্ত নন ।

৫। ব্যাক আপ ক্লাস যদি আপনি পাওনা থাকেন তবে অবশ্যই তা কোর্স সমাপ্তির ১ মাসের মধ্যে বুঝে নিতে হবে (প্রয়োজনসাপেক্ষে) ।

যোগাযোগ ও আইনি নীতিমালাঃ

১। প্রত্যেক শিক্ষার্থী কে অবশ্যই ভদ্রতা ও সম্মান বজায় রেখে চলতে হবে । যে কোন সমস্যা, বা অভিযোগ সম্পর্কে জানাতে হলে কোয়ালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যোগাযোগ করুন । যে কোন সমস্যা দূরীকরণে ক্লাউড ইন্সটিটিউট কর্তৃপক্ষ সবসময় আপনাদের পাশে ছিলো,আছে এবং
ভবিষ্যতেও থাকবে ।

২। প্রত্যেক শিক্ষার্থীর আচার—আচরণ,কার্যক্রম কোর্স চলাকালীন সময়ে নিবিড় পর্যবেক্ষণে থাকবে । যদি কোন শিক্ষার্থী একাডেমিক নিয়ম—নীতি ও শৃঙ্খলা ভঙ্গ করে তবে ক্লাউড ইন্সটিটিউট কর্তৃপক্ষ সে শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিবে ।

৩। শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়া সাইটে নিজস্ব সম্মান বজায় রেখে যোগাযোগ রাখবে ও নির্দিষ্ট ব্যাচের ফেসবুক গ্রূপে একটিভ থাকবে ও ক্লাস ওয়ার্ক সেখানে সাবমিট করবে ।