আমাদের মাইলফলক
আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রমের কিছু অংশ নিচে তুলে ধরা হলো।













সফল শিক্ষার্থী
সফল ফ্রিল্যান্সার
ইন্ডাস্ট্রি এক্সপার্ট
কোর্স
কোম্পানি কানেক্টেড
আমাদের সেমিনারসমূহ
দীর্ঘ ৪ বছর ধরে কর্মসংস্থান সৃষ্টি সহ দেশের সব শ্রেণি-পেশার মানুষকে মানসম্মত তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ১০ হাজারেরও বেশি মানুষকে সফলভাবে আইটি প্রশিক্ষণ প্রদান করেছে ক্লাউড ইনস্টিটিউট।
শাখা সমূহ
খুলনা অফিস
দৈনিক প্রবাহ ভবন (৪ তলা),
৩ কে. ডি. এ. এভিনিউ, শিববাড়ী মোড়, খুলনা ৯১০০।
মোবাইল নাম্বারঃ ০১৯৩৪-৪০০৪০০
ঢাকা অফিস
আনাম র্যাংগস প্লাজা (লেভেল ৬),
হাউজ নাম্বার ৬১, রোড নাম্বার ৬/এ,সাতমসজিদ রোড, ঢাকা-১২০৯
মোবাইল নাম্বারঃ ০১৯৩০-৮৫০৮৫০
আমাদের ফ্যাকাল্টি
আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিজেকে আপডেটেড রাখতে আপনার পাশে রয়েছে ক্লাউড ইন্সটিটিউট। আইটি সেক্টর বা নন-আইটি সেক্টর, সবখানেই এখন আইটি এক্সপার্টদের ভালো চাহিদা রয়েছে। এজন্যই আপডেটেড কারিকুলাম, অভিজ্ঞ মেন্টর আর আধুনিক ল্যাব নিয়ে দীর্ঘ ৪ বছর যাবত আমরা তৈরি করে চলেছি আইটি এক্সপার্ট। এর ধারাবাহিকতায় আমরা পেয়েছি ১০ হাজারেরও বেশি সফল মুখ, যারা নিজেরা স্বাবলম্বী হয়ে কর্মসংস্থান তৈরি করেছেন আরও মানুষের। আর এই শিক্ষার্থীদের সাফল্য আমাদের পথচলার অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই প্রতিভাবান, আর আপনার প্রতিভা বিকাশের দায়িত্ব আমাদের। প্রয়োজন কেবল আপনার আগ্রহ এবং নিয়মিত অনুশীলনের।